প্ৰথম খবর

পিলারে বেঁধে মারা হচ্ছে মহিলাদের!

By Master

November 22, 2020

কয়েকদিনে তিনটি-চারটি ঘটনা ত্রিপুরায়! নারীদের বেঁধে মারা হচ্ছে, চুল কেটে দেয়া হচ্ছে, ছবি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে। ক্যামেরা চালিয়ে এক শিল্পীর সাথে অসভ্যতা করা হয়েছে। এরকম শেষ ঘটনাটি, পশ্চিম ত্রিপুরার এয়ারপোর্ট থানা এলাকায়। রাস্তার পাশে বেঁধে গতকাল মারা হয়েছে এক মহিলাকে। তার বিরুদ্ধে ‘অসামাজিকতার’ অপবাদ। পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

এই দিন কয়েক আগে এনসিসি থানা এলাকায় নাট মন্দিরে বেঁধে মারা হয়েছে এক স্বাস্থ্যকর্মীকে। শাসক দলের এক নেতার স্ত্রী অভিযুক্ত। খোয়াই জেলায় এক মহিলা ও পুরুষকে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে মারা হয়েছে, মহিলার চুল কেটে নেয়া হয়েছে। আমতলি থানা এলাকায় এক শিল্পীর সাথে অসভ্যতা করে তার ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে। সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়লে, পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পুলিশের দুর্বল বয়ানে সবাই সেদিনই জামিন পেয়ে যান।

জিরানিয়া, অমরপুরেও চুল কেটে দেয়া, মুখে কালি মাখানোর ঘটনা আছে।

বেশ কয়েক বছর আগে আগরতলার টাটা কালিবাড়ি এলাকায় দুর্গাপূজা মন্ডপে একজনকে বেঁধে মারা হয়েছিল। বেশ কয়েকজনের শাস্তি হয়েছে। নির্যাতিতা বিজেপিতে যোগ দিয়েছেন।