সুতোয় ঝুলছে বিহার। আরজেডি, কংগ্রেস এবং বামদলগুলির মহাজোট, এবং জনতা দল (ইউনাইটেড), বিজেপি, ও কয়েকটি ছোট আঞ্চলিক দলের এনডিএ লড়াই করছে।
সকালে ভোট গোনা শুরু হলে এগিয়ে ছিল মহাজোট। কিন্তু বেলা বাড়তেই এগিয়ে যায় বিজেপি এবং নীতিশ কুমারের জোট, এনডিএ। একবার এনডিএ ১৩৩ আসনে এগিয়ে ছিল। সন্ধ্যার পর থেকে আবার একটু একটু করে মহাজোট ৯৮ আসন থেকে এগিয়ে এখন ১১৫ আসনের আশে-পাশে ঘোরাঘুরি করছে। এনডিএ ১২০ আসনের এদিক-সেদিকে এগিয়ে। এখনও এনডিএ। মহাজোটের সঙ্গে তাদের দূরত্ব এখনও খুব বেশি না।
২৪৩ আসন বিহার বিধানসভায়, ক্ষমতায় আসতে ন্যূনতম ১২২ আসন দরকার।
অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বলা সামান্য ব্যবধানে মহাজোটকে এগিয়ে রাখা হয়েছে। বিহার যাবে মহাজোটের দিকে।
ভোট যা গোণা হয়েছে, ১২৩টি আসনে ৩০০০ ভোটের কম ব্যবধান। কোথাও ২০০, কোথাও ৩০০ ভোটের ব্যবধান ৷ ৪৯ আসনে ব্যবধান ১০০০ ভোটের কম ৷ ২০টি আসনে লড়াই এতটাই হাড্ডাহাড্ডি যে ভোটের তফাৎ ২০০ ভোটেরও কম ৷ সন্ধ্যা সাতটা পর্যন্ত নির্বাচন কমিশন জানাচ্ছে, বিজেপি ৭২ আসন, কংগ্রেস ২০, আরজেডি ৭৭, জনতা দল (ইউনাইটেড) ৪০, তিনটি বামদল ১৮টি আসনে এগিয়ে বা জয়ী হয়েছে।