প্ৰথম খবর

মারা গেলেন এক আহত ফায়ারম্যান। কাঞ্চণপুরে বনধ চলছে।

By Master

November 22, 2020

উত্তর ত্রিপুরার পানিসাগরে ঘটনার জেরে মারা গেলেন ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা। দামছড়া ফায়ার স্টেশনের বিশ্বজিৎ দেববর্মা রাস্তা অবরোধকারীদের মারে গুরুতর আহত হয়েছিলেন গতকাল। হাসপাতালে মারা গেছেন রাতেই।

পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন এক অবরোধকারী গতকাল, শ্রীকান্ত দাস।

সরকারি প্রেস রিলিজে গতকাল বলা হয়েছে, আহত অন্তত ২৩ জন, ৭ সাধারণ নাগরিক, ১৫ ফায়ার সার্ভিস, নিরাপত্তা কর্মী, প্রমুখ।

একজন খাঁকি পোষাকের মানুষকে বেধড়ক পেটানো হয়েছে রাস্তায়। রাস্তায় অচৈন্য হয়ে পড়েছিলেন। অন্তত এক মহিলা পুলিশ কর্মীও রক্তাক্ত হয়েছেন। আহত হওয়ার প্রতিক্রিয়ায় গতকাল ফোনে জয়েন্ট মুভমেন্ট কমিটি’র নেতা সুশান্ত বিকাশ বড়ুয়া বলেছেন, তিনি জানেন না, পদপিষ্ট হয়ে থাকতে পারেন।

জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেয়া হলেও, কাঞ্চণপুরে বনধ সকালেও উঠেনি। পাবিয়াছড়ার বিধায়ক গতকাল দাবি করেছিলেন, আজ বনধ উঠে যাবে বলে প্রতিশ্রুতি পেয়েছেন। মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক ভগবান দাস অবরোধকারীদের সাথে মিটিং করেছিলেন। সুশান্ত বড়ুয়াও বলেছিলেন, বনধ উঠবে না। তবে তাদের চারটি দাবি মেনে নেয়া হয়েছে।

এক সপ্তাহ ধরে বনধ চলছে। অনেকদিন ধরেই ঝামেলা পাকাচ্ছে জয়েন্ট মুভমেন্ট কমিটি। আগেও একদিন তারা বনধ ডেকেছিলেন। মিজোরাম থেকে আসা রিয়াঙদের কাঞ্চণপুরে পুনর্বাসন দেয়া নিয়ে তাদের আপত্তি আছে।

আচমকা এই পরিস্থিতি তৈরি হয়নি। প্রশাসন আগাম ব্যবস্থা নিয়ে এই পরিস্থিতি এড়াতে পারেনি। গতকাল জাতীয় সড়ক অবরোধ হওয়ার কথা আগাম জেনেও প্রথমদিকে যথেষ্ট নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি।

ত্রিপুরা পুলিশ গতকালের গণ্ডগোলের বিষয়কে আইন-শৃঙখলার বিষয় বলে উল্লেখ করে, আবেদন করেছে, তাতে যেন সাম্প্রদায়িক রঙ লাগানো না হয়। সামাজিক মাধ্যমে তেমন কিছু করা আইনত অপরাধও।