রিপাব্লিক টিভি-র এডিটর অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। আজ সকালে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে তাকে। ২০১৮ সালের একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলাতেই অর্ণবকে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে। অনভয় নায়েক নামে এক ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেছিলেন। অর্ণব তাঁর পাওনা ৮৩ লক্ষ টাকা মেটাননি বলেই ওই ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেন বলে অভিযোগ। এদিন অর্ণব গোস্বামীর গ্রেফতার হবার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায় প্রায় জোর করেই গোস্বামীকে তুলে আনছেন পুলিশের আধিকারিকরা। প্রথম দিকে এই সাংবাদিক পুলিশের সঙ্গে যেতে রাজি হচ্ছিলেন না। তাকে গাড়িতে তোলা হচ্ছে এসব ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সকালেই মুম্বইতে অর্ণব গোস্বামীর বাড়িতে হানা দেয় মুম্বইয়ের রায়গড়ের পুলিশ আধিকারিকরা। বিভিন্ন সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্থা করার অভিযোগ এনেছেন অর্ণব। ২০১৮ সালের আত্মহত্যার ঐ মামলায় রিপাব্লিক টিভির এডিটর ছাড়াও ফিরোজ শেখ এবং নীতীশ সারদা বলে আরও দু’ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের আছে। এই মামলার তদন্ত বন্ধ হয়ে গিয়েছিল। এ বছরের মে মাসেই আত্মহত্যার মামলাটি রি-ওপেন করা হয়। অনভয় নায়েকের মেয়ে নতুন করে অভিযোগ দায়েরের পরই এই মামলা আবার রি-ওপেনের নির্দেশ দেয় মহারাষ্ট্র সরকার। কিছুদিন আগেই টিআরপি নিয়ে অভিযোগের আঙুল উঠেছিল রিপাব্লিক টিভির বিরিদ্ধে। টাকা দিয়ে টিআরপি বাড়ানোর অভিযোগ তুলেছিল মহারাষ্ট্র পুলিশ।
ছবি ফেসবুক থেকে নেয়া।