প্ৰথম খবর

শোকের জায়গায় একাংশের উশৃঙখল আচরণ, পুলিশের লাঠিচার্জ

By Master

November 23, 2020

পানিসাগরে শনিবারে মব লিঞ্চিং’র শিকার হয়েছিলেন একজন ফায়ারম্যান। মারা যান আগরতলায় হাসপাতালে আনার পথে। তাকে আগরতলায় ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারে শ্রদ্ধা জানিয়ে দেহ নিয়ে যাওয়া হয় ফটিকরায়ের ডেমডুমে। সেখানে একাংশ এলাকাবাসী সরকারি গাড়ি,বেসরকারি বাইক নষ্ট করা হয়েছে। কমলপুর যাচ্ছিলেন দুইজন, তাদের মারপিট করে বাইকে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেছে। অবস্থা সামলাতে লাঠি চার্জ করা হয়েছে।

উনকোটি জেলার পুলিশ সুপার বলেছেন, যে ফায়ারম্যান মারা গেছেন তার দেহ রবিবার লংতরাই চৌমহনীতে আসার পর সেখানে গ্রামের মানুষ জড়ো হয়েছিলেন। তারা সেখান থেকে শোক মিছিল বের করেন। কিছুটা দূর যাবার পর কিছু যুবক উৎশৃঙ্খল হয়ে যায়। তারা পুলিশের দিকে বোতল, পাথর ছুঁড়তে থাকে। মাঝে দুজন যুবককে মারধর করে। কয়েকটি গাড়ি এবং একটি বাইক ভাঙচুর করে। পরে পুলিশ ভিড় সড়িয়ে দেয়। এখন অবস্থা আয়ত্তে আছে।

অমর মুন্ডা বলেছেন বিশেষ কাজে তারা কুমারঘাটে গিয়েছিলেন। ফিরছিলেন কমলপুরে। ডেমডুমে তাদের উপর হামলা হয়। তাদের বাইকটি পুড়িয়ে দেয়া হয়েছে। সরকারের কাছে তার আবেদন , যা ক্ষতি হয়েছে তা যেন মিটিয়ে দেয়া হয়।

আরেক আক্রান্ত উত্তম তাঁতি বলেছেন কুমারঘাট থেকে কমলপুরে ফেরার পথে ডেমডুমে তাদের উপর আক্রমণ হয়। পুলিশ থাকাতে তারা বেঁচে গেছেন প্রানে। কিন্তু কি করানে তাদের উপর হামলা হয়েছে তা তিনি জানেন না।

কাঞ্চণপুরে এক সপ্তাহ ধরে বনধ চলছে, একাংশ বাঙালি এবং মিজো মানুষদের জয়েন্ট মুভমেন্ট কমিটি এই বনধের হোতা। কাঞ্চণপুরে দুই দশকের বেশি সময় ধরে থাকা মিজোরাম থেকে আসা রিয়াঙ উদ্বাস্তুদের পুনর্বাসন দেয়া নিয়ে কমিটি’র কিছু আপত্তি আছে। শনিবারে জাতীয় সড়ক অবরোধ করার ডাক দেয়া হয়েছিল। পুলিশের গুলিতে একজন অবরোধকারী মারা গেছেন,গণপিটুনির জেরে এক ফায়ারম্যান।

কাঞ্চণপুরে এই ঝামেলা অনেক দিন ধরেই পাকাচ্ছে, আচমকাই এই সমস্যা তৈরি হয়নি। আগেও বনধ হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে। সরকারি আধিকারিকরা পুনর্বাসনের জন্য জমি দেখতে গিয়ে বাধার মুখে পড়েছেন। প্রশাসন এইসবের পরেও আগাম ব্যবস্থা নিয়ে এই লাগাতর বনধ এড়াতে পারেনি। জাতীয় সড়ক অবরোধ এড়াতে পারেনি। দুইটি প্রাণ গেছে।

ত্রিপুরা পুলিশ জাতীয় সড়ক অবরোধ, ইত্যাদিকে আইন-শৃঙখলার সমস্যা বলেছে। সাম্প্রদায়িক রঙ লাগানোর চেষ্টা অপরাধ বলে সতর্ক করে দিয়েছে।