প্ৰথম খবর

সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন

By Master

November 15, 2020

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়।

রবিবার দুপুরে মারা যান তিনি।

বয়স হয়েছিল পঁচাশি।

গত চল্লিশ দিন ধরে তার চিকিৎসা চলছিল কোলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে।

গতকাল ছিল দীপাবলি, আলোর উৎসব। সেদিনই কোলকাতার সেই হাসপাতালের ডাক্তাররা দিয়েছিলেন খারাপ খবর। চিকিৎসকরা জানিয়ে দেন, চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না সৌমিত্র। তার একাধিক অঙ্গ প্রত্যঙ্গ আর কাজ করছে না। মাল্টি অর্গান ফেলিওরের পরই সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে।

গতরাতেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসক ডাঃ অরিন্দম কর জানিয়েছিলেন, চিকিত্‍সকদের বিভিন্ন রকম চেষ্টা সত্ত্বেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

গত ৬ অক্টোবর কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে জন্ম।

দুশোর বেশি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি তিনি পেশাদার মঞ্চে অভিনয় করেছেন। কবি, আবৃত্তিকার ও নাট্য নির্দেশক হিসাবেও বেশ নাম ছিল।

গত ষাট বছর ধরে যুক্ত অভিনয়, নাটক সহ সাংস্কৃতিক জগতের সঙ্গে।

ছিলেন বাম ধারার রাজনীতিতে বিশ্বাসী।