ত্রিপুরার ধলাই জেলার গঙ্গানগর থেকে অপহৃত তিনজন ফিরে এসেছেন, তার মধ্যেই খবর পাওয়া গেছে, এক মহিলা তার স্বামীর বদলি চেয়ে আবেদন করেছেন দফতরের কাছে। তিনি অভিযোগ করেছেন, তার স্বামী ফোনে হুমকি পাচ্ছেন যে তার স্বামীর ক্ষতি হবে, গঙ্গানগরের অপহরনের মত ঘটনা হবে, তার স্বামীর সাথেও। যে ফোন নম্বর থেকে ককবরক ভাষায় তার স্বামীকে হুমকি দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন চিঠিতে, সেটি একটি বাংলাদেশের নম্বর।
থানায় অভিযোগ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
স্বামীর প্রাণ বাঁচাতে বদলি চেয়েছেন।
COMMENTS