Polling officials checking the Electronic Voting Machine (EVMs) and other necessary inputs required for the Delhi Assembly Election, at a distribution centre, at Common Wealth Games Village Sports Complex, in Delhi on February 07, 2020.

প্ৰথম খবর

ত্রিপুরার পুর সংস্থাগুলিতে আমলাদের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত। জেলা কিংবা মহকুমা শাসক বসছেন সেগুলিতে।

By thepongkor

December 17, 2020

ত্রিপুরার কুড়িটি নগর সরকার’র মেয়াদ ফুরিয়ে যাচ্ছে আগামী তিনদিনে, কারও আগামীকাল, কারও ২০ তারিখ। সরকার প্রতিটি ক্ষেত্রেই আমলাদের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকেই প্রশাসকরা দায়িত্ব নিতে শুরু করবেন। নগর উন্নয়ন দফতর থেকে প্রশাসক নিয়োগের নোটিশ দেয়া হয়েছে।

আগে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ’র নির্বাচিত পরিচালকদের মেয়াদ ফুরিয়ে যেতে প্রশাসক নিয়োগ করেছে সরকার।

কুড়িটি নগর সরকারের মধ্যে ছয়টি নগর পঞ্চায়েত, তেরটি মিউনিসিপাল কাউন্সিল, এবং একটি মিউনিসিপাল কর্পোরেসন। আগরতলায় মিউনিসিপাল কর্পোরেসন’র দায়িত্ব দেয়া হয়েছে পশ্চিম জেলার শাসককে। অন্যগুলিতে মহকুমা শাসকদের।সোনামুড়া ও জিরানিয়া মহকুমার শাসকদের দু’টি করে সংস্থার দায়িত্ব নিতে হবে।

রাজ্যের নির্বাচন কতৃপক্ষ ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নগর এলাকার ভোট পিছিয়ে দিয়েছে।

উপজাতি জেলা পরিষদ-এ প্রশাসক নিয়োগ নিয়ে একাধিক রাজনৈতিক দল আপত্তি জানিয়েছিল, তার মধ্যে ত্রিপুরার শাসক বিজেপি’র সঙ্গী আইপিএফটিও ছিল।

কোভিড পরিস্থিতির কারণ দেখিয়ে জেলা পরিষদ’র নির্বাচন করা হচ্ছে না।

দেশে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত নির্বাচন হয়েছে, হচ্ছে। এমনকী উপনির্বাচনও হয়েছে।