প্ৰথম খবর

ত্রিপুরায় কোভিডে একজনের মৃত্যুতে মোট সংখ্যা এখন ৩৭০। পজিটিভিটির হার কমছে।

By thepongkor

December 07, 2020

ত্রিপুরায় একজন আজ কোভিডে মারা গেছেন, মোট মৃত্যুর সংখ্যা এখন ৩৭০, মৃত্যু-হার ১.১৩ শতাংশ।

কোভিড পজিটিভিটি রেট ৬.০৯ শতাংশ, সুস্থ হওয়ার হার ৯৭.৬২ শতাংশ, চিকিৎসায় আছেন ৪০৮ জন।

রবিবারে নমুনা পরীক্ষা হয়েছে ২৩৫৫, তাতে  কোভিড পজিটিভ এসেছে ৩১ জনের। সুস্থ হয়েছেন ৪২ জন।

 

ত্রিপুরায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩২,৮৯১ জন। উত্তর-পূর্ব ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত আসামে, ২,১৩,৬৬২ জন। সবচেয়ে কম মিজোরামে, ৩,৯৩৪ জন। মেঘালয়ে ১২,১৬৪, মনিপুরে ২৫,৮৫৭,নাগাল্যান্ডে ১১,৩৪০, অরুণাচলে ১৬,৩৮৪ এবং সিকিমে ৫,১৬৪ জন।

 

ভারতে আক্রান্তের সংখ্যা মোট ৯৬,৪৪,২২২ জন, মারা গেছেন ১,৪০,১৮২ জন।

 

সারা বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন, ৬,৫৬,৫১,৬৮৩ জন, আর মারা গেছেন, ১৫,১৯,১৯৩ জন।

 

এক বছরের বেশি সময় হয়ে এল কোভিড-ওয়ান নাইন চিহ্নিত হয়েছে। চিন দেশে প্রথম এই রোগ ধরা পড়ে।

 

বিভিন্ন দেশে ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল চলছে। কোথাও জরুরী ভিত্তিতে অনুমতি পাওয়া গেছে ভ্যাকসিন দেয়ার।

রাশিয়া ‘স্পুটনিক’ নামে কোভিড ভ্যাকসিন প্রথম সাধারণভাবে প্রয়োগ করেছে। চিনে সেনাবাহিনীতে ব্যবহারের জন্য ভ্যাকসিন চালু করেছে।

ভারতে পরীক্ষামূলকভাবে স্বেচ্ছাসেবকদের কোভিড ভ্যাকসিন দেয়া হচ্ছে নানা জায়গায়। অনেক রাজনৈতিক নেতারাও স্বেচ্ছায় এই পরীক্ষামূলক ভ্যাকসিন নিচ্ছেন।

 

কোভিডে সাধারণ জীবন নানাভাবেই ক্ষতিগ্রস্থ হচ্ছে।