প্ৰথম খবর

রাজনৈতিক হিংসায় ২০১৮ সালের ৯ মার্চ পর্যন্ত কারও  মৃত্যু হয়ে থাকলে চাকরি দেবে ত্রিপুরা সরকার।

By thepongkor

December 25, 2020

রাজনৈতিক হিংসায় ২০১৮ সালের ৯ মার্চ পর্যন্ত কারও  মৃত্যু হয়ে থাকলে চাকরি দেবে ত্রিপুরা সরকার। সিদ্ধান্ত হয়েছে বিজেপি-আইপিএফটি মন্ত্রীসভায়। যে সময়ের মধ্যে হিংসার ঘটনা ধরা হবে, তার  শুরুর সময় বহু আগে থেকে হলেও, শেষের সময় ২০১৮ সালের ৯ মার্চ ধরা হয়েছে। ২০১৮ সালের ৯ মার্চই এই সরকার শপথ নিয়েছিল। শেষের সময় ২০১৮ সালের ৯ মার্চ কেন, সে নিয়ে কিছু বলেননি, আইনমন্ত্রী রতনলাল নাথ। বিজেপি-আইপিএফটি জোটের সময় এখন পর্যন্ত যা হয়েছে, সেই সময় পুরোটাই এই হিসাবে থাকছে না।

কয়েকজনের চাকরির অনুমোদনও দিয়েছে মন্ত্রীসভা।

 

দিন কয়েক আগেই স্বাস্থ্যমন্ত্রক’র একটি সমীক্ষার রিপোর্ট বেরিয়েছে, দ্য ন্যাসনাল ফ্যামিলি হেলথ সার্ভে, সেখানে দেখা গেছে, আগের সমীক্ষার তুলনায় শিশু ও নবজাতক’র মৃত্যু-হার দশ করে বেড়ে গেছে। নারী ও পুরুষ’র মধ্যে এইচআইভি নিয়ে সম্মক ধারনাও কমে গেছে বলে রিপোর্টে দেখা গেছে।( সেই রিপোর্ট নিয়ে পড়ুনঃ http://ত্রিপুরায় বেড়েছে নবজাতক,শিশু মৃত্যুর হার, স্বাস্থ্য মন্ত্রক’র সমীক্ষা বলছে।

)