দেশ -পৃথিবী

আমেরিকায় ট্রাম্প সমর্থকদের গুন্ডামি। কংগ্রেস জো বাইডেন’র জয় নিশ্চিত করেছে।

By thepongkor

January 07, 2021

আমেরিকায় নির্বাচনের ফল না মানার ইচ্ছায় মারপিট-গুন্ডামি-গণ্ডগোল ছড়িয়ে পড়েছে।

সে দেশের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটল বিল্ডিং-ই আক্রমণ  করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।

ভোরে ভাইস প্রেসিডেন্ট, নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট পদের প্রার্থী জো বাইডেন, এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস’র জয় নিশ্চিত করে ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের সমর্থকরা সিনেট হল দখল করে নিয়েছিলেন। একজনকে দেখা যায় প্রিসাইডিং অফিসারে বসে থাকতে, আরেকজন ডেস্কে পা তুলে দাঁড়িয়ে আছেন, কেউ গ্যালারি থেকে ট্রাম্পের সমর্থনে স্লোগান দিচ্ছিলেন।

 

একজন রিপাব্লিকান প্রতিনিধি সেনেটে দাঁড়িয়েই বলেছেন, প্রেসিডেন্টই এই গণ্ডগোলের হোতা, তিনিই উস্কানি দিয়েছেন।

 

ট্রাম্প নির্বাচনের ফল মেনে নিতে চাননি, বারে বারেই বলে গেছেন যে তাকে জালিয়াতি করে হারানো হচ্ছে। যদিও তার পক্ষে নানা রকম আইনি প্রক্রিয়া আমেরিকার বিভিন্ন আদালতে বাতিল হয়ে গেছে।

 

ক্যাপিটলের গণ্ডগোলের কারণে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে কার্ফিউ দেয়া হয়েছে। একজন মহিলাসহ অন্তত চারজন মারা গেছেন বলে সেই শহরের পুলিশ প্রধান জানিয়েছেন। পুলিশ ৫২ জনকে গ্রেফতার করেছে, অধিকাংশের কাছেই বেআইনি অস্ত্র ছিল।

 

( সূত্রঃ আইএএনএস)