প্ৰথম খবর

স্বামীর যাবজ্জীবনের সাজা

By thepongkor

January 11, 2021

স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামীর সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার অ্যাডিসনাল সেসন জজ ধীমান দেববর্মা’র ফাস্ট-ট্র্যাক কোর্ট আজ এই সাজা দিয়েছে। জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা। মোহনপুর মহকুমার আমগাছিয়ায় পঞ্চমী মুন্ডার গায়ে তার স্বামী সমীর মুণ্ডা রাতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিলেন। জ্বলন্ত শরীরে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। কাতলামারা হাসপাতাল হয়ে তাকে জিবিপি হাসপাতালে আনা হয়, সেখানে তিনি মারা যান। ২০১৪ সালের ঘটনা। বলেছেন সরকারি আইনজীবী অরবিন্দ দেব। ৮ জানুয়ারি আদালত সমীর মুন্ডাকে দোষী স্যবস্ত করেছিল। ২০১৯ সালে মামলাটিতে চার্জ গঠন হয়। ঘটনার দিন রাতে পঞ্চমী এবং সমীর’র দুই ছেলে বাড়িতে ছিলেন না। পারিবারিক ঝগড়া থেকে এই ঘটনা। তদন্তের কাজ ভাল হয়েছে। বলেছেন আইনজীবী। আদালত যে দশ হাজার টাকা জরিমানা করেছে, তা দুই ছেলেকে সমানভাবে দেয়া হবে।

মামলাটির তদন্ত করেছিলেন সিধাই থানার তখনকার এস আই দেবেন্দ্র দেববর্মা।