প্ৰথম খবর

অমরপুর-গণ্ডাছড়া রাস্তায় গাড়ি খাদে, আহত অনেক। আরেকটি দুর্ঘটনা রানীরবাজারে।

By Master

February 04, 2021

অমরপুর থেকে গণ্ডাছড়া যাওয়ার পথে একটি বাস রাস্তা থেকে নীচে পড়ে গেছে। অন্তত তেইশ জন আহত হয়েছেন। পূর্ণরাম রিয়াং নামে ষোল বছরের একজন মারা গেছেন বলে অসমর্থিত সূত্রের খবর, তবে এই মৃত্যুর খবর নিশ্চিত করা যায়নি।

অমরপুর ও গণ্ডাছড়া ত্রিপুরার দুইটি মহকুমা।

আঠার জন ভর্তি আছেন অমরপুর হাসপাতালে। পাঁচজনকে পাঠানো হয়েছে গোমতী জেলা হাসপাতালে। একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাসটি যাত্রী নিয়ে রইস্যাবাড়ি থেকে ফিরছিল। বাসটির সামনে থাকা গাড়ির লোকজনই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। তাদের সামনে যে গাড়িটি ছিল তার যাত্রীরাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। রইস্যাবাড়ির তৈচাকমা থেকে গঙ্গানগর সোনাছড়ায় যাচ্ছিল গাড়িটি। র অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে ছুটে গেছে। খবর লেখার সময়েও কেউ খাদে আটকে আছেন কিনা, তার খোঁজ চলছে।

পশ্চিম ত্রিপুরার রানীরবাজারের দরগার কাছে ট্রাক ও বাসের মধ্যে মুখোমুখি ধাক্কা লেগেছে। অন্তত তিনজন আহত হয়েছেন।