দক্ষিণ ত্রিপুরার দেবীপুর গ্রামে বছর চব্বিশের জসিম মিঞা বিএসএফ’র গুলিতে মারা গেছেন। জসিম বাড়ি বাড়ি ছাত্র পড়াতেন। দেহ নিয়ে রাস্তা আটকে বসেছিলেন গ্রামের লোকজন। অভিযোগ, বিএসএফ অকারণেই গুলি চালিয়েছে।
জসিমের বাবা খালেক মিঞা মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। বিএসএফ বাধা দেয়। খালেক মিঞা, কী কারণে গরু মাঠে বাধা যাবে না জিজ্ঞাসা করতেই তাকে মারধর করা হয়। জসিম দৌড়ে যান। কথা কাটাকাটির মাঝেই বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। তাকে হাসপাতালে নেয়া হয়েছিল, বাঁচেননি।