প্ৰথম খবর

নষ্ট বিক্সা চালকের আত্মহত্যা!

By Master

February 17, 2021

রিক্সা নষ্ট দিন কয়েক ধরে। সেই রিক্সার চালক প্রমোদ নন্দীকে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় পাওয়া গেছে সকালে।

আগরতলার আনন্দনগরের কালিটিলা এলাকায় তার বাড়ি, বাড়ির পাশেই পাওয়া গেছে। পড়শীদের দাবি, প্রমোদের সংসারের হতশ্রী অবস্থা। অভাব তীব্র।

মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে দাবি করেছেন যে বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসার পর, এখানকার মানুষের আয় বেড়েছে, তা নাকি ২৩ শতাংশ।