প্ৰথম খবর

বিলোনিয়ার দেবীপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে আলো-শব্দ গ্রেনেড ফাটাল বিএসএফ !

By thepongkor

February 14, 2021

বিলোনিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দেবিপুর এলাকায় ভোর রাতে বিএসএফ ‘স্টান গ্রেনেড’ ছুঁড়েছে।

নিরাপত্তা বাহিনী সূত্রে দাবি করা হয়েছে, দেবীপুর এলাকার আন্তর্জাতিক সীমান্তে ভোররাতে দুস্কৃতিকারীদের আনাগোনা টের পেয়ে বিএসএফ জওয়ানরা ধাওয়া করে। দুস্কৃতিকারীদের ছত্রভঙ্গ করতে ‘স্টান গ্রেনেড’ ব্যবহার করা হয়, তবে সবাই পালিয়ে গেছেন। ‘স্টান গ্রেনেড’-কে ‘সাউন্ড বম্ব’ও বলা হয়। এই গ্রেনেড প্রচুর আলো তৈরি করে, বিকট শব্দ করে।

সেই এলাকায় তল্লাশি চালিয়ে কিছু অংশে সীমান্তের কাঁটাতারের বেড়ার ক্ষয়ক্ষতি পাওয়া গেছে। পুলিশকে নিয়ে তল্লাশি চালানো হয়েছে।

দেবিপুরেরই এক বছর চব্বিশের এক যুবক, জসিম উদ্দিন ১ ফেব্রুয়ারি বিএসএফ’র গুলিতে মারা যান। ত্রিপুরা বিধানসভার বিরোধী উপ-দলনেতা বাদল চৌধুরি জসিম উদ্দিন’র মৃত্যুর তদন্ত দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি রেখে বলেছেন, জসিম উদ্দিনের পরিবারকে যেন এককালীন ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়, তার পরিবারে একটি সরকারি চাকরি দেয়া হয়।

মেলাঘর থানার তকছাপাড়া এলাকায় বিএসএফ কয়েকদিন আগে গুলি চালিয়ে ছিল। একজন আহত হয়েছেন। সেদিন পুলিশ ও বিএসএফ কেজি দশেক গাঁজা বাজেয়াপ্ত করেছিল সেদিন।