প্ৰথম খবর

সরস্বতী পূজার আগুনে গুরুতর পড়ুয়া

By Master

February 16, 2021

দক্ষিণ ত্রিপুরার একটি স্কুলে সরস্বতী পূজার যজ্ঞের আগুন গুরুতর ইলাভেন ক্লাসের এক পড়ুয়া। বিলোনিয়ার বিদ্যাপীঠ স্কুলে ঝুমা দে অন্যদের খাবার দিচ্ছিলেন,যখন তার শাড়িতে আগুন ধরে যায়। মহকুমা হাসপাতাল থেকে তাকে জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ভীষণরকম পুড়ে গেছেন ঝুমা।