দলের সভা থেকে ফেরার পথে গাড়ি উলটে মারা গেছেন অন্তত চারজন, আহত অন্তত পনের জন। আরও একজন মারা গেছেন বলে শোনা গেছে, তবে তা নিশ্চিত করা যায়নি। অমরপুরের নতুনবাজারে লাকড়িদোকান এলাকায় বাঁক নিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে গাড়ি। গাড়িটি যথেষ্ট স্পিডে ছিল।
ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ নির্বাচনের জন্য বিজেপি’র সভা ছিল। সেখানে মুখ্যমন্ত্রীও ছিলেন।