মহারাষ্ট্র থেকে যারা প্লেনে আসছেন আগরতলার এয়ারপোর্টে কোভিড টেস্ট করা হবে। বিদেশ থেকে কেউ এলেও তা করা হবে। অন্যান্য রাজ্য থেকে যারা আসবেন, তাদের দশ শতাংশের কোভিড টেস্ট করা হবে। রাজ্যস্তরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
ট্রেনে করে যারা আসছেন, অথবা অন্যভাবে গাড়ি করে যারা আসছেন, তাদের কোনও টেস্টের ব্যাপারে কিছু বলা হয়নি।
গতবছরে যখন কোভিডে অন্যান্য রাজ্যে বাড়াবাড়ি হচ্ছিল, তখন ত্রিপুরায় সেই তুলনায় প্রকোপ কম ছিল। ট্রেন চলতে শুরু করলে, পাঁচজনে একজনকে টেস্ট করার জন্য স্যাম্পেল রেখে ছেড়ে দেয়া হত, সাধারণ পরিবহনে তারা বাড়ি পৌঁছাতেন, পজিটিভ হলে বাড়ি থেকে আনা হত। সেল্ফ কোয়ারান্টিন বলে ছেড়ে দেয়া হলেও,দেখা গেছে সেলুনে চুল কাটিয়ে গেছেন এরকম কোয়ারান্টিনে থাকা মানুষ। ছড়িয়েছে কোভিড। ত্রিপুরায় কোভিড মৃত্যু হার উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি, ১.১৭ শতাংশ। দেশের কয়েকটি রাজ্যে কোভিড বাড়লেও, এখনও ত্রিপুরায় তেমন কিছু হচ্ছে না। ডাক্তাররা সাবধান হতে বলেছেন।