জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন সাধারণ মানুষ। ত্রিপুরার খোয়াই জেলার মুঙ্গিয়াকামিতে রাস্তা অবরোধ হয় গতকাল। মুঙ্গিয়াকামি ব্লক এলাকার ছয়ত্রিশ মাইল এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে বেশ কয়েক ঘণ্টা। আঠারমুড়া পাহাড় এলাকার এই ছয়ত্রিশ মাইল এলাকাটিতে জলের সমস্যা অনেকদিনের। এখানকার মাটি পাথুরে লাল মাটি। শুখা মরশুম এলেই পানীয় জলের সমস্যা তীব্র হয়। আগে শুখা মরশুম যখন পানীয়জলের সমস্যা দেখা দিত, তখন গাড়িতে করে প্রশাসন পানীয়জল পৌঁছে দেবার চেষ্টা করত বলে লেকার মানুষের বক্তব্য। এবার তা আর হচ্ছে না। বিদ্যুতের সমস্যাও রয়েছে এই এলাকায়। গতকাল সকাল ছয়টার দিকে স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে ছয়ত্রিশ মাইল এলাকায় জাতীয় সড়কের উপর অবরোধ শুরু করেন। জাতীয় সড়কের উভয় পাশে আটকে পড়ে ছোট-বড় গাড়ি। আটকে যান মালবাহী লরিও। মুঙ্গিয়াকামি থানার একজন পুলিশ কর্মী সেখানে গিয়ে অবরোধকারী সঙ্গে কথা বলে রাস্তা পরিষ্কারের চেষ্টা করেন। শুরু হয় কথা কাটাকাটি। পরে সেখানে যান মুঙ্গিয়াকামী থানার ওসি দূর্বাজয় রিয়াং। তিনি অবরোধকারীদের আশ্বস্ত করেন ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে নেবেন। তার আশ্বাসের পরই জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়।