জলের জন্য হাহাকার ত্রিপুরার নানা জায়গায়। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও মানুষ রাস্তা আটকে দিচ্ছেন জলের দাবিতে।
আজও খোয়াই মহকুমার বেহালাবাড়িতে মানুষ জলের কলসী নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সড়কে হয়েছে গতকাল। পশ্চিম ত্রিপুরার মোহনপুরেও। তার আগেরদিন উত্তর ত্রিপুরার কৈলাশহরে। এই সপ্তাহেই বড়মুড়ায় জাতীয় সড়ক আটকে দিয়েছিলেন মানুষ।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী অবশ্য প্রায়ই বলে থাকেন যে ত্রিপুরায় এখন কোনও আন্দোলন করতে হয় না কোনও কিছুর জন্য। বিজেপি-আইপিএফটি আমলে সাউন্ড সিস্টেমের সাথে যারা যুক্ত, তারাও পথে নেমেছেন। নিরাপত্তার জন্য সাংবাদিকরা পর্যন্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য তুলে নেয়ার দাবিতে পথে গণ অবস্থান করেছেন।