প্ৰথম খবর

টিকিট না পেয়ে দাঁড়িয়েছেন নির্দল হয়ে, বিজেপি বের করে দিল সাতজনকে

By Master

March 29, 2021

আসামে বিজেপি’র সাংগঠনিক অবস্থা আরও খারাপ হয়েছে। বিধানসভা ভোটে বিজেপি’র প্রার্থীদের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ানোর জন্য সাতজনকে দল থেকে বের করে দেয়া হয়েছে। যাদের বের করে দেয়া হয়েছে, তারা প্রার্থী হতে চেয়েছিলেন।

বিজেপি’র আসামের সভাপতি রণজিৎ দাস তাদের ছয় বছরের জন্য দল থেকে বরখাস্ত করেছেন।

নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য এই মাসেই পনেরজনকে দল থেকে বরখাস্ত করেছিল বিজেপি। সেই তালিকায় প্রাক্তন ডেপুটি স্পিকার দিলীপ কুমার পালও ছিলেন। তিনিও এবার বিজেপি’র টিকিট পাননি।

বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবও দল ছেড়ে দিয়েছিলেন, পরে তাকে বিজেপি-আরএসএস নেতারা বুঝিয়ে দলে রেখেছেন।

বিজেপি আসামে এবার দশজন বিধায়ককে টিকিট দেয়নি। তাতে মন্ত্রী সুম রোহতাঙও আছেন। তিনি কংগ্রেসে যোগ দিয়ে দিফু কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আসামে ১২৬ আসনের মধ্যে বিজেপি ৯২ আসনে লড়ছে, ২৬ আসন ছেড়ে দিয়েছে অসম গণ পরিষদকে, ৮ ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলকে।

আসামে ১ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে। ৬ এপ্রিল শেষ ভোট। ভোট গোনা হবে ২ মে।