প্ৰথম খবর

টিটিএএডিসি ভোট পিছিয়ে গেল দুই দিন। ২৮ আসনে ১৮৫ মনোনয়ন ।

By thepongkor

March 13, 2021

ত্রিপুরায় উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন’র তারিখ দুইদিন পিছিয়ে গেল। আগে এপ্রিলের চার তারিখ হওয়ার কথা ছিল, এখন হবে ৬ এপ্রিল। কাউন্টিং দুই দিন পিছিয়ে ১০ এপ্রিল হবে। ভোটের তারিখ পিছিয়ে দিতে অনেকেই আবেদন করেছিল বলে ভোট পিছিয়ে দেয়ার নোটিশে বলা হয়েছে। ৪ এপ্রিল এস্টার। খৃষ্টানদের ধর্মীয় অনুষ্ঠানের দিন।

ত্রিপুরায় আগে কখনও এই দিনে ভোট করার দিন ঠিক হয়েছিল কিনা, অথবা এরকম কোনও কারণে ভোট পিছিয়ে দেয়ার নজির আছে কিনা, জানা যায়নি।

এইবার টিটিএএডিসি ভোটে পশ্চিম জেলায় ফার্স্ট রেন্ডমাইজেসন হওয়ার পর, সেই প্রক্রিয়া কবে হবে, তার সূচি জানানো হবে বলে চিঠি ইস্যু হওয়ার নজিরও তৈরি হয়েছে।

প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার আজ ছিল শেষ দিন।  একশ তিন জন প্রার্থী আজ মনোনয়ন জমা দিয়েছেন, তাদের অর্ধেকই নির্দল প্রার্থী। অন্তত সরকারি খাতায় ১০৩ জনের ৫৭ জন নির্দল প্রার্থী। আঠাশ আসনের জন্য মোট মনোনয়ন জমা পড়েছে ১৮৫।

 

উদয়পুরে বিজেপি’র দুই প্রার্থী পদ্ম লোচন জমাতিয়া, এবং জয়কিশোর জমাতিয়া মনোনয়ন দাখিল করেছেন। সাথে ছিলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক। এসডিএম’র ঘর ভর্তি করে সমর্থকরা ছিলেন, তবে রুল-বুক বলে কোনও প্রার্থী মনোনয়ন যখন দাখিল করবেন, তিনজনের বেশি সেখানে থাকতে পারেন না।