প্ৰথম খবর

দিল্লির বিজেপি সরকার ‘জাতীয় পতাকা বিক্রির টেন্ডার’ কোনও দিন ডেকে বসতে পারেনঃ মানিক সরকার

By Master

March 27, 2021

“কোনওদিন না দেশের জাতীয় পতাকা বিক্রির টেন্ডার ডাকেন। এই হচ্ছে বিজেপি সরকার।” বলেছেন মানিক সরকার। ত্রিপুরার বিরোধী দলনেতা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে একটি নির্বাচনী সভায় তিনি বলেছেন আজ।

মানিক সরকার বলেছেন, দেশের এবং ত্রিপুরা’র অত্যন্ত খারাপ পরিস্থিতিতে এই নির্বাচন হচ্ছে। দিল্লিতে বিজেপি সরকারে আছে সাত বছর ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সর্বনাশ করে দিয়েছে। বড় বড় পুঁজির মালিক হাতেগোনা কয়েকটি পরিবার ছাড়া এই সরকারের জনবিরোধী নীতিতে সবাই ক্ষুব্ধ, কারণ তারা আক্রান্ত। পৃথিবীতে পেট্রো-পণ্যের দাম কমছে। ভারতে সবচেয়ে বেশি পেট্রল-ডিজেলের দাম। জ্বালানির দাম বাড়লে ভাড়া বাড়ে, ভাড়া বাড়লে পণ্যের দাম বাড়ে। অত্যাবশ্যকীয় পণ্যের দাম বারে বারে বাড়ছে। নিম্ন, মধ্য আয়ের পরিবার, ছোট ব্যবসায়ী বিপর্যয়ের সম্মুখীন। পাব্লিক লিমিটেড কম্পানিতে পরিনত হয়েছে এই সরকার।রক্ত-ঘামে যে সম্পত্তি তৈরি হয়েছিল, তা বেচে দিচ্ছে বিজেপি সরকার। বীমা, টেলিকম, খনি, সব। আরও ১৪০টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচার জন্য তালিকা তৈরি করেছেন তারা। “কোনওদিন না দেশের জাতীয় পতাকা বিক্রির টেন্ডার ডাকবেন। এই হচ্ছে বিজেপি সরকার।” বলেছেন মানিক সরকার। ” এই হচ্ছে বিজেপি আর তাদের দোসর দাঙ্গাবাজ আইপিএফটি। তারা কাজ ভাল করবে! ” ” বিজেপি সুপ্রিম কোর্ট, ইলেকসন কমিসন বগলদাবা করে নিচ্ছেন।” মানিক বলেছেন।