প্ৰথম খবর

পৌনে আটশ কোটি টাকার ঘাটতি বাজেট ত্রিপুরায়

By Master

March 19, 2021

পৌনে আটশ কোটি টাকার ঘাটতি নিয়ে পেশ হল ত্রিপুরার বাজেট। ২২,৭২৪ কোটি টাকার বাজেটে ঘাটতি ৭৭৩ কোটি টাকা। অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেছেন, শক্ত করে কর আদায় করে এই ঘাটতি মিটিয়ে নেয়া হবে।

নতুন কোনও কর নেই। নির্দিষ্টভাবে নতুন সরকারী চাকরির দেয়ার কোনও ঘোষণাও নেই।

কৃষি বিষয়ে ১২৫০. ৪৭ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ১৪৪৭.৪৭ কোটি টাকা, শিক্ষায় ৪১৫২.৬২ কোটি টাকা ধরা হয়েছে। পর্যটনে মাত্রই ১৫.৫০ কোটি টাকা।

আগরতলায় একটি আইন বিশ্ববিদ্যালয়, পুস্পবন্ত প্রাসাদে আর্ট গ্যালারি, দশটি বায়ো ভিলেজ,স্কুল অব এক্সিলেন্স, মুম্বাইতে ত্রিপুরা ভবন, পুলিশের জন্য নতুন বাড়ি,উপজাতি সমাজপতিদের মাসে দুই হাজার টাকা করে ভাতা, ইত্যাদি প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।

চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিম, চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা, এবং চিফ মিনিস্টার রাবার মিশন, ইত্যাদির বাজেটেও আছে।

বিজেপি-আইপিএফটি সরকার গত বছরেও নতুন কোনও কর রাখেনি বাজেটে। তবে পাইপ লাইনের গ্যাসে রাজ্য সরকার সেস রেখেছে অনেক। এই ধরনের বিষয় আছে।

বিজেপি ক্ষমতায় আসার আগে সামাজিক ভাতা দুই হাজার টাকা করবে বলেছিল, দৈনিক মজুরি হবে ৩৪০ টাকা। সেসব এখনও কিছুই হয়নি। উল্টে সামাজিক ভাতা থেকে অনেকের নাম কাটা গেছে। বিজেপিরই বিধায়ক এই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন।