প্ৰথম খবর

বিজেপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আইপিএফটি প্রার্থীর

By Master

March 24, 2021

ত্রিপুরার উপজাতি জেলা পরিষদ ভোটে দুই শরিক বিজেপি-আইপিএফটি’ র নানা সার্কাস চলছে।

সাব্রুমের মুহুরিপুর-ভুরাতলি আসনে বিজেপি-আইপিএফটি জোট প্রার্থী আইপিএফটি’র ধনঞ্জয় ত্রিপুরা। সেখানে নির্দল প্রার্থী রকি ভিক্টর ত্রিপুরা। দুই পক্ষে একদিন রাস্তায় শো-ডাউন হয়েছে৷ আগুনে পুড়েছে বাইক। ধনঞ্জয় আবার অভিযোগ করছেন, আইপিএফটিকে হারাতে দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায় কলকাঠি নেড়ে রকি ভিক্টর ত্রিপুরার পক্ষে বিজেপি কর্মীদের নামিয়েছেন।

দুই দল শরিক এই ভোটে, রাজ্যেও তারা মন্ত্রীসভায় শরিক। শরিক হয়েও অন্তত তিন আসনে দুই দলেরই প্রার্থী আছে। আইপিএফটি, কিছুদিন আগে ত্রিপ্রা মথা’র সাথে চুক্তি করেছিল একসাথে থাকার। কিছুদিন পরেই মথাকে ডিচ করে আইপিএফটি, বিজেপি’র কাঁধে ভর রেখেছে। বিজেপি-আইপিএফটি’র গণ্ডগোল চলছেই। আইপিএফটি নিজেই সরকারে থেকেও বনধও ডেকেছে। ২০১৮ সালে আইপিএফটি আলাদা রাজ্য তিপ্রাল্যাণ্ডের ডাক দিয়ে ভোট লড়েছে। বিজেপি এই দাবি মানে না মুখে বললেও,আইপিএফটি’র সাথেই জোট করেছে।

ভোটে জিতে আসার পর থেকেই নানারকম আকচা-আকচি চলছে। তিপ্রাল্যাণ্ড ইস্যু খাবি খাচ্ছে।