দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার ঋষ্যমুখে ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ নির্বাচন’র প্রচারের সময়ে বিজেপি-শরিক আইপিএফটি এবং বিদ্রোহী বিজেপি কর্মীদের মধ্যে গণ্ডগোল হয়েছে বলে অভিযোগ। অন্তত পনেরজন আহত হয়েছেন। থানায় নালিশ জমা পড়েছে। তাপস বৈদ্য নামে একজন গোমতী জেলা হাসপাতালে ভর্তি আছেন।
বিজেপি-আইপিএফটি সমর্থিত প্রার্থী এখানে ধনঞ্জয় ত্রিপুরা। আর বিজেপি থেকে বিদ্রোহী হয়ে নির্দল হিসাবে দাঁড়িয়ে পড়েছেন ভিক্টর ত্রিপুরা।
বিজেপি-আইপিএফটি জোট হলেও, অন্তত তিনটি আসনে দুই দলেরই প্রার্থী আছে। সেসব জায়গায় নাকি ‘ফ্রেন্ডলি ফাইট’! আইপিএফটি আবার কিছুদিন আগে তিপ্রা মথা’র সাথে একসাথে লড়ার চুক্তি করেছিল, আবার তিপ্রা মথাকে ডিচ করে বিজেপি’র কাছে ফিরে এসেছে। এরকম নানা অদ্ভুত বিষয় এবার দেখা যাচ্ছে, সাথে প্রতিদিন কোথাও না কোথাও গোলমাল।
ঋষ্যমুখের মনিরাম বাড়িতে এই ঘটনা গতকাল দুপুরে। অভিযোগ, মণিরামবাড়ির শচিন ত্রিপুরার বাড়িতে প্রচারে গিয়েছিলেন ভিক্টর। তারপরেই দুই দলে গোলমাল হয়। মণিরামবাড়ি, ভুরাতলি আসনের আওতায়। পুলিশও গেছে। আগুনে পুড়েছে অন্তত তিনটি বাইক।
জেলা পরিষদ নির্বাচনের সময়ে নানান জায়গায় গোলমাল প্রতিদিনই হচ্ছে। প্রশাসন তাতে লাগাম টানতে ব্যর্থ।