ত্রিপুরায় উপজাতি জেলা পরিষদ নির্বাচন’র সময়ে রাজ্যের শাসক দল বিজেপি নিজেদের নেতাদের দল থেকে বের করে দিল।দুই মন্ডল সভাপতিসহ এগারজনকে দল থেকে বের করা হয়েছে।
ত্রিপুরায় বিজেপিতে আভ্যন্তরীণ বিদ্রোহ খোলাখুলি হয়ে পড়েছে। প্রভারীর সামনে, বিপ্লব হটাও, বিজেপি বাঁচাও’ ( মুখ্যমন্ত্রী বিপ্লব দেব) স্লোগান উঠেছে। বেশ কয়েকজন বিধায়কের দলের সাথে কার্যত সম্পর্কই নেই।
জেলা পরিষদ নির্বাচনে বিজেপি’র কিছু নেতা নিজের মত করে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়েছেন। এক বিধায়ক বিজেপি’র জোটসঙ্গী আইপিএফটি’র জন্য প্রচারে যাবেন না বলেছেন।
ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাংবাদিক ডেকে দল থেকে এগারজনকে বের করে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। ছয় বছরের জন্য তাদের বের করা হয়েছে।
বিদ্রোহ দমনে বের করে দেয়ার রাস্তা নিল বিজেপি!