প্ৰথম খবর

মানসিকভাবে ভিন্নতর সক্ষম মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ।

By Master

March 16, 2021

কৈলাশহরের একটি চা বাগান এলাকায় কুড়ি বছরের এক মেয়ে শ্লীলতাহানির শিকার বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন মেয়েটির বাবা। মেয়েটি মানসিকভাবে ভিন্নতর সক্ষম।

বাবা-মা বাড়িতে ছিলেন না, টমটম চালক রাজু দাস ওরফে করণ জল পানের ছুতোয় গতকাল বিকাল তিনটায় মেয়েটির শ্লীলতাহানি করে অভিযোগ। সন্ধ্যার পর মা বাড়িতে এলে তিনি বিষয়টি জানেন। আরও কিছুক্ষণ পর বাড়িতে ফেরেন বাবা। মা এবং বাবা, দুই জনেই শ্রমিক অংশের।

বাবা সংবাদমাধ্যমকে বলেছেন, গতকাল রাতেই পুলিশকে দুই বার ফোন করা হয়েছে। কেউ যাননি। সকালে তাই মেয়েকে নিয়ে মহিলা থানায় এসে অভিযোগ জানিয়েছেন।

খবর লেখার সময়ে অভিযুক্ত ফেরার বলে জানা গেছে।