আসামের করিমগঞ্জের নিলামবাজার স্টেশনে ঢোকার ঠিক আগে, শিলচর-আগরতলা স্পেশাল এক্সপ্রেস ট্রেনের সাথে একটি অটোভ্যান গাড়ির ধাক্কায় একজন মারা গেছেন। তিনি অটোভ্যানটির চালক ছিলেন।
সকাল সাড়ে এগারটা নাগাদ এই ঘটনা।
অটোভ্যানটি রেলওয়ে ট্র্যাক পার হচ্ছিল, তখন ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে।
নিহত ব্যক্তি করিমগঞ্জের শিকারপুরের জনৈক খলিল মিঞা বলে শনাক্ত হয়েছেন।
যেখান দিয়ে অটোভ্যানটি ট্র্যাকটি পার হচ্ছিল, সেই জায়গা দিয়ে পারাপার বন্ধ করে দিয়েছিল রেল কতৃপক্ষ। সেখানে খঁুটি পুঁতে রাস্তা আটকে দিয়েছিল, কিন্তু সেসব খঁুটি উপরে ফেলে সেখান দিয়ে চলাচল হচ্ছে।
উত্তর-পূর্ব রেলের জনসংযোগ অফিসার বলেছেন, ট্রেনের কোনও ক্ষতিই হয়নি, ট্রেনের কোনও যাত্রীরও কিছু হয়নি। বেআইনিভাবে পার হতে গিয়ে মারা পড়লেন অটোর ড্রাইভার।