প্ৰথম খবর

সাংবাদিক নামধারী গ্রেফতার মাদক ব্যবসার অভিযোগে। বিজেপি নেতাদের সাথে তার ছবি অন্তর্জালে।

By Master

March 29, 2021

সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন নিজের। ধরা পড়লেন মাদক বেচার অভিযোগে। ত্রিপুরার সিপাহিজলার বিশালগড়ে। শাসক বিজেপি’র তাবড় তাবড় নেতাদের সাথে তার ছবি ছড়িয়ে আছে অন্তর্জালে। মন্ত্রী থেকে যুব বিজেপি নেতার সাথে ছবি। অভিযুক্তের নাম প্রসেনজিৎ রায়।তারসাথে আরও পাঁচজন গ্রেফতার হয়েছেন।

পুলিশ গতরাতে রেড করেছিল তার ডেরায়। ইয়াবা ট্যাবলেট, কফ সিরাপ, নগদ টাকা,মোবাইল সেট, ইত্যাদি বাজেয়াপ্ত হয়েছে। একহাজার ট্যাবলেট, নগদ ত্রিশ হাজার টাকা, পঞ্চাশ হাজারের মোবাইল ফোনসেট, ছয় হাজার টাকার কফ সিরাপ রয়েছে। প্রসেনজিৎ রায়সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসেনজিতের নামে আগেও এনডিপিএস অ্যাক্টে মামলা হয়েছে।

প্রসেনজিৎ রায়দের যে আস্তানায় রেড হয়েছে সেটি একসময় ভারতীয় জাতীয় কংগ্রেসের অফিস ছিল। বিশালগড়ের নীচের বাজারের কংগ্রেস ভবন। বিজেপি-আইপিএফটি ত্রিপুরায় ২০১৮ সালে ক্ষমতায় আসার পর সেই ঘর বেদখল হয়ে যায় বলে অভিযোগ। ” কোনও রাজনৈতিক দলের অফিস এটি ছিল কিনা, আমরা জানি না, তবে দোকানের উপরে ‘ভবন’ লেখা রয়েছে, দেখেছি,” বলেছেন বিশালগড় থানার অফিসার-ইন-চার্জ দেবাশিস সাহা।