প্ৰথম খবর

সাবধান! কোভিড আছে, আবারও ভয়ঙ্কর হতে পারে

By Master

March 26, 2021

কোভিড নিয়ে সাবধান থাকতে পরামর্শ দিলেন ডাক্তাররা।

আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ’র টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি কোভিড ঠেকাতে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, ইত্যাদি নিয়ম মেনে চলতে বলেছে।

ত্রিপুরা, উত্তরপূর্ব ভারত কোভিড ইনফেকসনের হারে পিছিয়ে থাকে দু’মাস। গতবছর দেখা গেছে, অন্যরাজ্যে যখন কোভিড’র বাড়াবাড়ি তখন এই রাজ্যে বিশেষ কিছুই ছিল না, বলেছেন সেই কলেজের মাউক্রোবায়োলজিস্ট ডাঃ তপন মজুমদার।

ত্রিপুরায় মাস্ক ব্যবহার, ইত্যাদি কমে গেছে। নেতা-মন্ত্রীরাও পাব্লিক প্লেসে মাস্ক ছাড়াই ঘুরছেন, তাও অনেকদিন ধরেই তা হচ্ছে। দেখা গেছে, মন্ত্রীদের নিরাপত্তাকর্মী,প্রমুখদের মুখে মাস্ক, মন্ত্রীর মুখে নেই। স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠানে কয়দিন আগে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীদের মুখে মাস্ক, মুখ্যমন্ত্রী মাস্ক ছাড়াই।