প্ৰথম খবর

সিপাহিজলার কমলাসাগরের পাথারিয়াদার গ্রামে ধরা পড়েছে একটি বুনো বিড়াল।

By Master

March 18, 2021

সিপাহিজলার কমলাসাগরের পাথারিয়াদার গ্রামে ধরা পড়েছে একটি বুনো বিড়াল। পাথারিয়ার শান্তিমুড়ায় হাঁস-মুরগি খেয়ে নিচ্ছিল কোনও প্রাণী। রতন বাউল নামের একজনের বাড়ির পাশের জঙ্গলে খাঁচা পেতে রেখেছিলেন লোকজন। গতরাতে খাঁচায় আটকে পড়ে বুনো বিড়ালটি। তাকে সিপাহিজলা অভয়ারণ্যের হাসপাতালে আনা হয়েছে।

একজন ওয়াইল্ড লাইফ এক্সপার্ট বলেছেন, এটি ফিসিং ক্যাট। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া তাদের বসবাসের জায়গা। পশ্চিমবঙ্গে তাদের তুলনায় বেশি পাওয়া যায়। তবে ত্রিপুরায় তার আগেও ফিসিং ক্যাট উদ্ধার হয়েছে, এবং সিপাহিজলাতেই জায়গাও পেয়েছে। ফিসিং ক্যাটকে ২০১৬ সালে রেড ডাটা বুকে ‘ভারনারেবল’ বলা হয়েছে।