আগরতলায় টাউন প্রতাপগড় এলাকায় হাওড়া নদীর পারের বস্তিতে যারা থাকেন, তাদের পনের দিনের মধ্যে জায়গা ছেড়ে দিতে হবে, নোটিশ দিয়েছে পুর নিগম। যাদের নোটিশ দেয়া হয়েছে, তারা জায়গা ছেড়ে দিতে রাজি নন।
তাদের রাধানগরে যেতে বলা হয়েছে।
তাদের বক্তব্য এই এলাকা ছেড়ে দিলে তাদের রোজগার শেষ হয়ে যাবে। তাছাড়া, তাদের আগেও রাধানগরে যেতে বলা হয়েছিল, তারা গিয়েছিলেন, কিন্তু সেখানকার মানুষ তাদের সেখানে থাকতে দিতে রাজি নন।
বস্তির মানুষজন হুমকি দিয়েছেন, মেশিন দিয়ে বাড়িঘর ভেঙে দিতে এলে, তাদের আগে মারতে হবে, তারা জায়গা ছাড়ছেন না কাছাকাছি কোনও ব্যবস্থা না হলে।
কিছুদিন আগে উলটো পারের বহুপুরানো বাঁশ বাজার উঠে যেতে বলেছিল নিগম। হাইকোর্টের নির্দেশে আপাতত সেই প্রক্রিয়া বন্ধ আছে।