প্ৰথম খবর

“আরে বিপ্লব দেব পাইসস ত, আর কত পাইতি!” বিজেপি’র সার্ভিসিং সেন্টার হবে মেলারমাঠ।

By Master

April 01, 2021

‘আরে বিপ্লব দেব পাইসস ত,আর কত পাইতি!’  নিজের দলের  ‘কার্যকর্তাদের’ বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

কিছু হয়নি বলে কেউ কেউ দুঃখ করেন, তার জবাব এই জবাব দিয়েছেন তিনি।

তারই কথায় এটাও বোঝা গেল,তার  নিজের দলেই ‘কিছু হয়নি’ বলার লোক আছেন।

 

নাম না করে সিপিআই(এম)-কে হুমকিও দিলেন।  ২০২৩ সালের পর মেলারমাঠকে বিজেপি’র সার্ভিসিং সেন্টার বানাবেন বললেন।

 

বিজেপি’র বিধায়ক দিলীপ সরকার মারা যাওয়ার দুই বছর হল। সেই নিয়ে একটি সভায় তিনি বলেছেন এসব।