তেলিয়ামুড়ার মধ্য কৃষ্ণপুরের বালুছড়া এলাকায় ভোররাতে বন্য হাতি বাড়িঘর, সবরি কলা বাগান নষ্ট করেছে। শঙ্কর দাসের বাড়ি ও কলা বাগান নষ্ট হয়েছে। তেলিয়ামুড়ার এই অঞ্চলে, কৃষ্ণপুর, মহারানি, ইত্যাদি এলাকায় হাতির গণ্ডগোল লেগেই থাকে। কিছুদিন আগে একজন মারাও গেছেন। এই এলাকায় একটি বন দফতরেত ক্যাম্প থাকলেও, একটি ক্যাম্পের পক্ষে যেমন এত বড় এলাকা সামাল দেয়া সম্ভব না, তেমনি ক্যাম্পের লোকবলও কম।