প্ৰথম খবর

কোভিড পেসেন্টের সংখ্যা বাড়ছে ত্রিপুরায়, ভারতেও

By thepongkor

April 09, 2021

ত্রিপুরায় এখন অ্যাক্টিভ কোভিড পেসেন্ট ১১৬ জন। একদিনে শনাক্ত হয়েছেন আরও ৩৭ জন। আরটিপিসিআর থেকে ২৮ জন, আর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯ জন। মোট টেস্ট হয়েছে ১৫১২ নমুনার।কোনও মৃত্যু নেই। স্বাস্থ্য দফতরের বুলেটিন এই তথ্য দিচ্ছে।

উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন কোভিড পজিটিভ বলে নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। গতকাল মুখ্যমন্ত্রী পজিটিভ ধরা পড়েছিলেন।

ভারতে হু হু করে বাড়ছে পজিটিভ কেস। একদিনে শনাক্ত হওয়া সংখ্যা নতুন নতুন রেকর্ড করছে। এই একদিনে ১.২৬ লাখের বেশি শনাক্ত হয়েছেন। এই মাসেই প্রথম এক লাখের মাত্রা পেরিয়েছে। করোনাকালে আগে কখনই একলাখ ছাড়ায়নি একদিনে শনাক্ত হওয়ার মাত্রা।