প্ৰথম খবর

টিএসপি(তিপ্রা মথা) পেল ৩৭.৪৩ শতাংশ ভোট।

By Master

April 12, 2021

ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ ভোটে কে কত শতাংশ পেয়েছে, তার হিসাব দিল। টিএসপি ( তিপ্রা মথা) পেয়েছে ৩৭.৪৩ শতাংশ ভোট। রাজ্যের শাসক বিজেপি পেয়েছে ১৮.৭২ শতাংশ। মথা সহযোগী, আইএনপিটি, দীর্ঘদিন কংগ্রেসের সাথে ছিল, পেয়েছে ৯.৩০ শতাংশ। তিপ্রা মথা ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’ স্লোগানে এই ভোট জিতেছে পেয়েছে ১৬ আসন, আইএনপিটি ২ আসন। বিজেপি ৯ আসন পেয়েছে, তাদের সহযোগী আইপিএফটি ১০.৬২ শতাংশ ভোট পেয়েছে, কোনও আসন পায়নি।

সিপিআই(এম) সহ বামফ্রন্ট এবার ভোটে পেয়েছে ১৪.৫১ শতাংশ ভোট, কোনও আসন পায়নি। গত ভোটে তারা আঠাশ আসনের সব জিতেছিল। নির্দল প্রার্থীরা পেয়েছেন ৬.৯৭ শতাংশ ভোট। একজন নির্দল প্রার্থী জয়ীও হয়েছেন ভোটে। নোটাতে ভোট পড়েছে ৭.৩২ শতাংশ। কংগ্রেস পেয়েছে ২.২৪ শতাংশ ভোট। এবারের এডিসি ভোটে মোট ভোটার ছিলেন ৮.৬৫ লাখ, ভোট দিয়েছেন প্রায় ৭.৩৩ হাজার লাখ।

তিপ্রা মথা মাস দুই আগে তৈরি হয়েছে। তারা এখনও সরকারি ভাবে আঞ্চলিক দল হিসাবে স্বীকৃত নয়। তারা লড়েছে টিএসপি নামে এক দলের নামে।