প্ৰথম খবর

টিবিএসই পড়ুয়াদের ঘাড়ে অনেক টাকা বোঝা!

By Master

April 12, 2021

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাইগ্রেসন সার্টিফিকেট নেয়া, ডুপ্লিকেট মার্কশিট নেয়া, ইত্যাদি বিভিন্ন কিছুর জন্য দ্বিগুণ-তিনগুণ ফি বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ার যুগে পড়ুয়াদেরও ছাড়া হল না অতিরিক্ত টাকার বোঝা থেকে।

বামপন্থী শিক্ষক সমতি (এইচ বি রোড) প্রতিবাদ করেছে।

মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য দিতে হত ১২০ টাকা। এখন করা হয়েছে ৫০০ টাকা। পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের জন্য পরীক্ষার্থীদের দিতে হত ১৫০ টাকা, এটা হয়েছে ৫০০ টাকা। প্রতি ডকুমেন্ট সংশোধনের জন্য দিতে হত৫০ টাকা, এখন দিতে হবে ২০০ টাকা। পরীক্ষার বিভিন্ন ডকুমেন্ট যাচাইয়ের জন্য আগে পর্ষদকে দিতে হত, ১০০ টাকা। তা বাড়িয়ে করা হয়েছে ২০০ টাকা।

ডুপ্লিকেট মার্কশিট এডমিট, মাইগ্রেশন সার্টিফিকেট নেয়ার জন্য এখন বছর ভিত্তিক আলাদা আলাদা ফি বসানো হয়েছে। পাঁচ বছরের কম হলে ২৫০ টাকা, ৫ থেকে দশ বছরের মধ্যে হলে ৫০০ টাকা এবং দশ বছরের বেশি হলে ১০০০ হাজার টাকা। আগে যেকোন নকল ডকুমেন্ট সংগ্রহ করতে ৯০ থেকে ২০০ টাকা খরচ হতো। টিজিটিএ (এইচ বি রোড) তার প্রতিবাদ করেছে।