ত্রিপুরায় এক দিনেই চৌদ্দজন কোভিড আক্রান্ত শনাক্ত হলেন। গতকাল এই সংখ্যা ছিল দশ। দুই দিনে নতুন করে চব্বিশ জন কোভিড আক্রান্ত শনাক্ত হলেন।
মার্চ থেকে ত্রিপুরায় কোভিড সংক্রমণ বাড়ছে সারা দেশের সাথেই।
মুম্বইয়ে দিন কয়েক আগে একদিনে আক্রান্ত শনাক্ত হওয়ার রেকর্ড হয়েছে।
পাশের বাংলাদেশে কোভিড আবার ভয়াভয় হয়ে উঠেছে।
ত্রিপুরা সরকার মাস্ক পরা, শারীরিক দূরত্ব রাখার নির্দেশ জারি করেছে। মানছেন না কেউই। মুখ্যমন্ত্রীও না।
না মানলে জরিমানার ব্যবস্থা আছে।
COMMENTS