নতুন ভাড়া এসেছেন। জিনিসপত্র গুছিয়ে তুলছেন ঘরে বিকাল বিকাল, চুরি হয়ে গেল মোটরবাইক।
আগরতলার জয়নগরের অরবিন্দ লেনে নতুন ভাড়ায় উঠেছেন লিটন মজুমদার। তিনি পুলিশ কর্মী। বাড়ির বাইরে দাঁড় করানো বাইক। অগোছালো নতুন ঘর ঠিক করছেন। বাইরে আসতেই দেখেন নেই বাইক। বিকাল চারটা নাগাদ চোখে পড়ে বাইক নেই। পুলিশকে জানিয়েছেন। পুলিশ এখনও কিছু জানায়নি।