প্ৰথম খবর

সিআরপিএফ কর্মী ছত্তিশগড়ে নিহত, মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

By Master

April 04, 2021

ছত্তিশগড়ে মাওবাদীদের সাথে বন্দুক যুদ্ধে মারা গেছেন ২২ সিআরপিএফ সদস্য। উত্তর ত্রিপুরায় ভাগ্যপুরের শম্ভু রায়ও আছেন তাদের মধ্যে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফেসবুকে লিখেছেন। ত্রিপুরায় থাকা সিআরপিএফ’র পিআরও অ্যাডোয়ার্ড সাংতে বলেছেন, তাদের কাছে এখনও কোনও খবর নেই যে ত্রিপুরার কেউ মারা গেছেন।

শম্ভু রায়ের বাড়িতে বাবা, মা, ভাই ও বোন, সরকারি কোনও খবর পৌঁছেনি তাদের কাছেও। নানা জায়গা থেকে শুনেছেন। কান্নার রোল বাড়িতে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শম্ভু রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ফেসবুক পেজে লিখেছেন, মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ত্রিপুরার ছেলে শম্ভু রায় শহীদ হয়েছেন। ত্রিপুরার ৩৭ লাখ মানুষের সহানুভূতি রয়েছে তার পরিবারের প্রতি।

শম্ভু রায় দু’সপ্তাহ ছুটি শেষে ছত্তিশগড়ে গেছেন কাজে যোগ দিতে।

শম্ভু রায় ছাত্র থাকতে বাম ছাত্র সংগঠনের কর্মী ছিলেন। এসএফআই’র প্রার্থী হিসেবে কলেজে ভিপি পদে জিতেছিলেন ২০১২ সালে।