প্ৰথম খবর

‘হল্লা বোল’ সফদরের জন্মদিন!

By Master

April 12, 2021

সফদর হাসমি। মানুষের কথা বলা নাটক করার জন্য খুন হয়ে যান ২ জানুয়ারি, ১৯৮৯ সালে।

জন্মদিন ১২ এপ্রিল, ১৯৫৪। দিল্লিতে।

পথ নাটকে শোষকের বিরুদ্ধে, শ্রমিকের কথা বলতেন। ‘হল্লা বোল”,’চাক্কা জ্যাম’ সফদরের দুই দুনিয়া কাঁপানো নাটক।

ইনকিলাবের স্বপ্ন সাজাতেন তিনি। সফদর হাসমিকে মনে রেখেই পথ নাটক সপ্তাহ হয়। সামান্য সংস্কৃতিক কেন্দ্র অবশ্য পথ নাটক সপ্তাহ চার দেয়ালের ভেতরে সেরেছে।