প্ৰথম খবর

হিমন্তবিশ্ব শর্মার সম্পদ পাঁচ বছরে ১৭১℅ বেড়েছে

By Master

April 05, 2021

পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে ১৭১ শতাংশ! আসামের স্বাস্থ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্বশর্মা’র। ২০১৬ সালের ৬.৩৮ কোটি থেকে এখন তা দাঁড়িয়েছে ১৭.২৭ কোটি টাকায়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বেড়েছে ৭১ শতাংশ। ১.৮৫ কোটি থেকে ৩.১৭ কোটি টাকা। বিজেপি’র এই দুই নেতার মতই আরেক বিজেপি বিধায়ক নবকুমার ঢোল’র সম্পত্তি বাড়া। ড.বিশ্বশর্মা’র থেকেও বেশি বেড়েছে তার, ৭.৩০ কোটি থেকে থেকে ২৫.৫২ কোটি টাকায় পৌঁছেছে তার সম্পদ। এডিআর-ইলেকসন ওয়াচ নির্বাচন কমিশনকে দেয়া হলফনামা থেকে তথ্য নিয়ে এই খবর দিয়েছে।

এআইডিইউফ’র বিধায়ক নিজামুদ্দিন চৌধুরি’র ২.৭১ কোটি থেকে ১৩.৮১ কোটি টাকা হয়েছে সম্পদের দাম।

ড.বিশ্বশর্মা আসামে আগের কংগ্রেস মন্ত্রীসভায়ও গুরুত্বপূর্ণ ছিলেন। মুখ্যমন্ত্রী পদের দাবিদার হয়ে উঠেন। সেই নিয়ে জল ঘোলা হয়। তবে তিনি চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে পড়েন। কলকাতায় সিবিআই’এ কাছে হাজিরাও দেন। একসময় দেখা গেল, তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখালেন। সেখানেও ‘ক্রাইসিস ম্যানেজার’ হয়ে উঠেন। তবে মুখ্যমন্ত্রী হতে পারেননি। ত্রিপুরায় ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বহুবার এসে অজস্র প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আইন সংশোধন করে ‘১০৩২৩’ শিক্ষকের চাকরি বাঁচানোর কথাও ছিল। সেসব কিছুই হয়নি। ত্রিপুরায় তিনি এখন আসেনও না।