আবার পিছিয়ে দেয়া হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের বাকী থাকা পরীক্ষাগুলি। ৫ জুন থেকে পরীক্ষা নেবার কথা ছিল।, ১১ জুন পর্যন্ত। করোনা সংক্রমণের জন্য মাঝপথেই বন্ধ হয়েছে গেছ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরে কখন সেগুলি নেয়া হবে, তা জানানো হয়নি।
পর্ষদের সভাপতি ভবতোষ সাহা বলেছেন, আগে জীবন বাঁচানো দরকার এখন। জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথম দিকে পরীক্ষা হতে পারে। কিন্তু সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। যেসব পরীক্ষা হয়েছে, সেই খাতা দেখার কাজ শেষ।
COMMENTS