কোভিড টেস্টের জন্য সদ্যজাতের মৃত্যুর অভিযোগে ডাক্তারের বিরুদ্ধে পুলিশে মা-বাবা

কোভিড টেস্টের জন্য সদ্যজাতের মৃত্যুর অভিযোগে ডাক্তারের বিরুদ্ধে পুলিশে মা-বাবাFeatured Video Play Icon

ত্রিপুরার জিবিপি হাসপাতালের এক ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
১২ আগস্ট জিবি হাসপাতালে এক সদ্যজাত শিশুর মৃত্যু হয়। শিশুটির মা এবং বাবার অভিযোগ ছিল করোনা পরীক্ষা জন্য সোয়াব নেয়ার ফলেই তাদের সন্তান মারা গেছেন।
ডাক্তারের বিরুদ্ধে বৃহস্পতিবার আগরতলার এনসিসি থানায় মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন শিশুটির বাবা দীপ্তনু সাহা।
মা পাপিয়া পাল বলেছেন, আগের রাতেও বাচ্চাটি কেঁদেছে। সকালে ডাক্তার এসে বলেছিলেন শিশুটির কোভিড টেস্ট করা হবে। নাকে কিছু একটা ঢোকানো হয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি নিস্তেজ হয়ে যায়। মা শিশুতিকে নিয়ে ছুটে গিয়েছিলেন ডাক্তারের কাছে। ডাক্তার বলেছিলেন দুধ খওয়াতে। কিন্তু দুধ টানছিল না তিনদিনের শিশুটি।
পরিবারটির বাড়ি ওএনজিসি এলাকায়। বাবা-মা বলেছেন৷ বিষয়টিকে একটি দুর্ঘটনা ভেবে চুপ করে থাকতে বলেছিলে হাসপাতালের লোকজন। তারা পুলিশে অভিযোগ জানানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি নিয়ে তখন জিবিপি হাসপাতালের কাছে মন্যব্য চেয়েছিল দ্য প্লুরাল কলাম। সুপার বলেছিলেন, তার কাছে তেমন কোনও খবর নেই।

পরে তদন্তের নির্দেশ হয়েছিল। তদন্তে কী হয়েছে, জানা যায়নি।

COMMENTS