খোয়াইয়ের ঘটনা ‘মধ্যযুগীয় বর্বরতা’

ত্রিপুরার খোয়াই জেলা সদরের বনকর এলাকায় এক মহিলা’র সাথে এক পুরুষকে ল্যাম্পপোস্টে বেঁধে অত্যাচার করা হয়েছে। মহিলার চুল কেটে নেয়া হয়েছে। পুলিশের কাছে তেরোজনের নামে মামলা হয়েছে। ত্রিপুরা মহিলা কমিসন’র চেয়ারপার্সন বর্নালী গোস্বামী এই ঘটনাকে ‘মধ্যযুগীয় বর্বরতা’ বলেছেন। ত্রিপুরায় মহিলা নির্যাতনের ঘটনা বেড়েই যাচ্ছে বলে বিরোধী বামফ্রন্ট অভিযোগ করে আসছে। অক্টোবর মাসেই একাধিক মহিলা খুন, ও অন্যান্য অপরাধের অভিযোগ আছে। ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে ‘ক্রাইম ডেটা’-এ নারীদের বিরুদ্ধে অপরাধের হিসাব আলাদা করে পাওয়া যায়নি।

preload imagepreload image