বন্ধ হয়ে যাচ্ছে ত্রিপুরার অধিকাংশ ইনফরমেসন সেন্টার

ত্রিপুরায় নানা জায়গায় চালু থাকা আষট্টিটি ইনফরমেসন সেন্টারের একষট্টিটি বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। পাঠক নেই, এই ব্যাখ্যা খাড়া করে ১ মার্চ থেকে সেসব বন্ধ করে দেয়া হচ্ছে।
এইসব সেন্টারে নানা পত্রিকা, ম্যাগাজিন, ইত্যাদি রাখা হত।
বামফ্রন্ট সরকারের সময়ে এইসব সেন্টার চালু হয়েছিল। জেলা স্তরের আটটি সেন্টার শুধু চালু থাকবে।

তথ্য, সংস্কৃতি দফতরের আওতায় এই সেন্টারগুলি।

খরচ কমাতেই বন্ধ করে দেয়ার এই সিদ্ধান্ত বলে জানা গেছে।

বিজেপি ২০১৮ সালে ক্ষমতায় আসার আগে ‘ডাবল ইঞ্জিন’র গল্প শুনিয়েছিল, অর্থাৎ কেন্দ্রে-রাজ্যে এক দলের সরকার হলে উন্নতি ব্যাপক হবে, এই ছিল মোদ্দা কথা।
ত্রিপুরার এক বিজেপি সাংসদ বাজেটের পর দেশের অর্থমন্ত্রীর সাথে দেখা করে উপজাতি জেলা পরিষদের জন্য আরও টাকা চেয়েছেন। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ২০২৩ পর্যন্ত কষ্ট করার বার্তা দিয়েছেন।আবার তিনিই আগের তুলনায় কর আদায় অনেক বেড়েছে বলে দাবি করে থাকেন। কেন্দ্রে বিজেপি সরকার থাকলেও টাকার জোগান প্রয়োজন মতে কি হচ্ছে না! ইনফরমেসন সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে!

COMMENTS