ত্রিপুরায় বিএসএফ’র মৈত্রী র্যালি এসে পৌঁছেছে। বাই সাইকেলে করে বিএসএফ কর্মীরা ১০ জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে রওয়ানা দিয়েছিলেন।
আসাম, মেঘালয় ঘুরে তারা ধর্মনগরে এসেছেন। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার দুই দিকের মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে এই যাত্রা।
১৭ মার্চ মিজোরামের একটি বিওপিতে এই সাইকেল র্যালি শেষ হবে।সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবর রহমান’র জন্ম বার্ষিকী।
বংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবিকে সংযুক্ত করে সাইকেল র্যালীকে বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দেয়া হচ্ছে।
ত্রিপুরায় সম্প্রতি বিএসএফ-সাধারণ নাগরিকদের মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা হয়েছে।
বিলোনিয়ায় এক যুবক বিএসএফ’র গুলিতে মারা গেছেন। ত্রিপুরার উপ-বিরোধী দলনেতা বাদল চৌধুরি সেই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন।
কয়েকমাস আগে বক্সনগরে বাড়িঘরে বিএসএফ জওয়ানরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছিল, পরে মীমাংসা বৈঠক হয়।
COMMENTS