থুথু একশ টাকা, পেচ্ছাপ দু’শ

পাব্লিক প্লেসে থুথু ফেললে একশ টাকা জরিমানা, পেচ্ছাপ করলে দু’শ টাকা। জরিমানার হারের সরকারি নির্দেশ জারি হয়েছে। যেখানে-সেখানে ময়লা ফেললে,পেচ্ছাপ করলে জরিমানা, এমনকী গ্রেফতারের নিয়ম জানিয়ে কাগজে বিজ্ঞাপনও দেয়া হয়েছিল একবার। তবে  সেই নিয়ম প্রয়োগ কতটা হয়েছে, তা জানা নেই। ময়লা রাস্তায়, ড্রেনে ফেলা  হারহামেশা হচ্ছে।  

পাব্লিক প্লেসে থুথু ফেললে একশ টাকা জরিমানা, পেচ্ছাপ করলে দু’শ টাকা। জরিমানার হারের সরকারি নির্দেশ জারি হয়েছে।

যেখানে-সেখানে ময়লা ফেললে,পেচ্ছাপ করলে জরিমানা, এমনকী গ্রেফতারের নিয়ম জানিয়ে কাগজে বিজ্ঞাপনও দেয়া হয়েছিল একবার। তবে  সেই নিয়ম প্রয়োগ কতটা হয়েছে, তা জানা নেই। ময়লা রাস্তায়, ড্রেনে ফেলা  হারহামেশা হচ্ছে।

 

COMMENTS